প্রেমগুঞ্জনে সোনম কাপুর

1472571236

বিনোদন ডেস্ক: বলিউডের সুপার স্টাইলিস্ট অভিনেত্রী সোনম কাপুরের নামটি সবারই জানা। কিছুদিন আগে খবর রটেছিল অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। কিন্তু তাদের এই সম্পর্কের কোনো সত্যতা তখন মেলেনি। এমনকি এ পর্যন্ত শোনা যাচ্ছে, কোনো প্রেমের সম্পর্কে জড়াননি এই অভিনেত্রী। কিন্তু অতীতের সব কথা মিথ্যে করে নতুন খবর রটেছে, এক ব্যবসায়ীর সঙ্গে ডেট করছেন সোনম। টানা দুবছর ধরে ওই ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে আবদ্ধ রয়েছেন অনিল কন্যা! আর বুঝতে দেননি কাক-পক্ষীকেও। কিন্তু আর কতদিন? শেষমেশ খবরটি জানা-জানি হয়েই গেল! বলতে গেলে ডুবে ডুবে জল খাচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে প্রেম করছেন তিনি। সুদর্শন তরুণ আহুজা যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় পেনসিলভানিয়ায় হোয়ার্টন বিজনেস স্কুলের স্নাতক। তার মূল ব্যবসা ফ্যাশন জগতকে ঘিরে। তিনি বেড়েও উঠেছেন পোশাক ব্যবসায় যুক্ত একটি পরিবারে। ভানে নামে তার নিজের ব্র্যান্ড আছে বাজারে। সোনম ফ্যাশন বিষয়ক একটি ওয়েবসাইটকে এক সাক্ষাত্কারে জানান, তার প্রিয় ব্র্যান্ড হলো ভানে। সম্প্রতি বিমানবন্দরে ও একটি ছবির প্রদর্শনীতে এই ব্র্যান্ডের জিন্স পরা অবস্থায় আলোকচিত্রীদের ক্যামেরাবন্দী হন তিনি। এসব ঘটনায় দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সোনম ও আনন্দ আহুজার প্রেমের মুখরোচক খবর ছড়িয়ে পড়েছে। যদিও তারা কেউই এ নিয়ে এখনো মুখ খোলেননি।