চুয়াডাঙ্গা শনিবার , ২৯ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

প্রেক্ষাগৃহে আসছে মৌসুমীর “দেশান্তর” সিনেমা

নিউজ রুমঃ
অক্টোবর ২৯, ২০২২ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদন: ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ খ্যাত নায়িকা মৌসুমী। এখনো চলচ্চিত্রে নিয়মিত কাজ করে যাচ্ছেন। সম্প্রতি সরকারি অনুদানের ‘দেশান্তর’ সিনেমায় অভিনয় করেন। কবি নির্মলেন্দু গুণের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। আশুতোষ সুজন পরিচালিত এ সিনেমাটি এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। আসছে ১১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেশান্তর’। মুক্তি সামনে রেখে সম্প্রতি চট্টগ্রামের একটি হলে সিনেমাটির প্রথম ট্রেইলার প্রর্দশন করা হয়। এ সিনেমা প্রসঙ্গে পরিচালক আশুতোষ সুজন বলেন, ‘‘আমরা গত সেপ্টেম্বরে ‘দেশান্তর’ মুক্তি দিতে চেয়েছিলাম। বিভিন্ন কারণে সিনেমাটির কাজ শেষ করতে পারিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ নভেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেব।’ পাঠকপ্রিয় ‘দেশান্তর’ উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। তার বিপরীতে দেখা যাবে বরেণ্য অভিনেতা আহমেদ রুবেলকে। তা ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, রোদেলা, মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, শুভাশীষ ভৌমিক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।