চুয়াডাঙ্গা ৬ বিজিবির সপ্তাহব্যাপী চোরাচালান ও মাদকবিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ৬ বিজিবির চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে দুজন আসামীকে আটক করেছে। একই সময়ে ১৭৭ বোতল ফেনসিডিল, আট কেজি গাঁজা, ১ হাজার পিস ভারতীয় নেশা জাতীয় Tapentadol ট্যাবলেট, একটি মোটরসাইকেল, তিনটি বাইসাইকেল, ৩৪ কেজি ৯০০ গ্রাম ভারতীয় গুটি চুল, তিনটি মোবাইল ফোন, ৩৫টি ভারতীয় থ্রী-পিস, ৪৯৭টি সীম কার্ড, ৬৬৬ পিস ফেসওয়াশসহ বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য ১৩ লাখ ৮৪ হাজার ৭৫০ টাকা। এক প্রেসবিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা ৬ বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে।
আটককৃত আসামী ও উদ্ধারকৃত মালিকবিহীন চোলাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিসে এবং আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এছাড়াও আটককৃত মালিকসহ চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য দর্শনা থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
