প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে আলমডাঙ্গায় ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় করোনাকালীন সময়ে প্রাথমিক শিক্ষা এগিয়ে নেওয়ার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় অনলাইন জুম অ্যাপে এ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মণ্টু, সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, সহকারী শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবীর, রাশিদুল ইসলাম, রফিকুল ইসলাম, আশরাফুল আলম ও জি এম কামাল। এ ছাড়াও চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কুণ্ডু, সহকারী শিক্ষক জামিরুল ইসলাম খান জামিল, আওয়াল, মাসুদ, মকবুল, ওমর খৈয়াম, নাজমুন নাহার মিম, আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শামীম সুলতান।