প্রবাসী স্বামীর টাকা ও গহনা নিয়ে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী!

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে প্রবাসী স্বামী রিপনের টাকা ও গহনা নিয়ে প্রেমিকের সঙ্গে স্ত্রী রিপনা খাতুন পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রিপনের মা মোছা. আরিছন নেছা বাদী হয়ে গত রোববার ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এসআই জাকারিয়া অভিযান চালিয়ে কিছু গহনা উদ্ধার করেছেন।

মামলা সূত্রে জানা যায়, আসাননগর গ্রামের শাহাদৎ মন্ডলের ছেলে রিপন মিয়া বিদেশে থাকেন। সেখান থেকে টাকা ও সোনার গহনা পাঠিয়েছিলেন। এদিকে স্বামীর দীর্ঘদিন প্রবাসে থাকার সুবাদে রিপনা আসাননগর গ্রামের আকবর মন্ডলের ছেলে ইমরান হোসেনের সঙ্গে পরকীয়ায় জড়ান। ১৫ মার্চ রিপনা ইমরানের সঙ্গে নিরুদ্দেশ হন।

মামলার বাদী মোছা. আরিছন নেছা বলেন, তার ছেলের পাঠানো টাকা ও সোনার গহনা লুট করে নিয়ে তাদের পথে বসিয়েছে। রিপনের চার বছরের কন্যা রাইসাকেও নিয়ে গেছে রিপনা।