শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লিনা ইসলাম (কলি) আর নেই (ইন্না লিল্লাহে………রাজিউন)। গতকাল সোমবার বেলা ১১টার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিতসহ নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার মরদেহ চুয়াডাঙ্গায় পৌঁছানো সাপেক্ষে আজ মঙ্গলবার বেলা ৯টা থেকে ১০টার মধ্যে পুরাতন গোরস্তানপাড়া জামে মসজিদে নামাযে জানাজা শেষে একই গোরস্থানে মরহুমার স্বামি মৃত মোজাহারুল ইসলাম (সেদো মিয়া)’র কবরের পাশে দাফন করা হবে।
উল্লেখ্য, লিনা ইসলাম (কলি), চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৯৭২ সালে যোগদান করে সুনামের সাথে ২০০৫ সালে প্রধান শিক্ষিকা হিসাবে অবসর গ্রহণ করেন। তিনি এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। লিনা ইসলাম (কলি) আপার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।