সমীকরণ ডেস্ক: চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যদিয়ে গতকাল শুক্রবার প্রথম আলোর ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দিনের শুরুতেই সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে প্রথম আলোর এজেন্ট ও হকারদের মিষ্টিমুখ করানো হয়। বেলা ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে কেক অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান বন্ধুসভার সদস্যদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। শুভেচ্ছা বক্তব্য দেন আবৃত্তি পর্ষদের পরিচালক মরিয়ম শেলী ও শিক্ষক বারিকুল ইসলাম। এসময় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের শিক্ষক শেখ সেলিম ও ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির শিক্ষক আমিরুল ইসলাম জয়, বিশিষ্ট সমাজ সেবক রাশেদুল ইসলাম জোয়ার্দ্দারসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিনের ভাল কাজের অংশ হিসেবে চুয়াডাঙ্গার সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের ১১ শিক্ষার্থীকে নতুন জামা উপহার দেওয়া হয়। বন্ধুসভার সদস্যদের কণ্ঠে ‘১৮ বছর বয়স কী দুঃসহ ’ গান ও আবৃত্তি পর্ষদের সদস্যদের অংশগ্রহণে সমবেত কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। এরপর শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা শেষে সকলকে মিষ্টিমুখ করানো হয়। প্রেস বিজ্ঞপ্তি