আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা প্রাণিসম্পদ কর্মকর্তার অফিসকক্ষে উপজেলায় গাভী, মুরগী ও হাস পালনকারী খামারীদের প্রণোদনা দেওয়ার জন্য সঠিক তালিকা প্রস্তুত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন অত্র কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী। এ আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি একটি প্রণোদনার প্রাথমিক তালিকা উপস্থিত সব সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এ উপজেলার গাভী, মুরগী ও হাস পালনকারী কয়েক হাজার খামারীকে প্রণোদনা দেওয়া হবে। তালিকা চূড়ান্ত করতে যাচাই-বাছাই কাজ চলছে বলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহাদৎ জামান আল বেলালের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. শরিয়ত উল্লাহ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, নাসির উদ্দিন, আবুল কাসেম, মোসাব আলী। এ ছাড়া সাাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, সহসভাপতি আতিয়ার রহমান মুকুল, জামসিদুল হক মুনি, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক শরিফুল ইসলাম, গোলাম সরোয়ার সদু, মাসুদ রানা তুহিন ও রহিদুল।
হোম আজকের পত্রিকা শেষের পাতা প্রণোদনার সঠিক তালিকা প্রস্তুতে আলমডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা