
জীবননগর অফিস: জীবননগরে দিনের বেলা প্রকাশ্য উপজেলা পরিষদ থেকে বাইসাইকেল চুরি করার সময় সিসি ক্যামেরায় চোরের ছবি বন্দী ফেসবুকে ছবি পোস্ট করে পেশাদার দুই বাইসাইকেল চোর আটক হয়েছে। জানা গেছে গত কয়েক দিন আগে জীবননগর উপজেলা পরিষদ থেকে দিনের বেলা ভদ্রবেশী কালীগঞ্জের শরিফুল ইসলাম ও সুদেপপাল মিলে একটি বাইসাইকেল চুরি করে পালিয়ে যায়। তাদের সেই চুরির দৃশ্য সিসি ক্যামেরায় বন্দী হয়ে পড়ে তাদের ছবি সিসি ক্যামেরা থেকে নিয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের ফেসবুক আইডিতে পোস্ট সহ ডিসলাইনে প্রচার করলে, একপর্যায়ে গতকাল বুধবার সকাল ৯টার সময় জীবননগর বাজারের মোবাইল ও দর্শনা ডিলাক্স কাউন্টার ব্যবসায়ী মিনাজুল ইসলাম মেইন বাসষ্ট্যান্ডে তাদের দুই জনকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।