নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভার বিভিন্ন স্থানের ড্রেনে নিজে নেমে ড্রেন পরিষ্কার করলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গতকাল মঙ্গলবার বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানের রাস্তায় পানি জমে যায়। বিষয়টি পৌর মেয়রের নজরে পড়লে তিনি পৌরসভার কর্মচারীদের সঙ্গে নিয়ে নিজেই মাঠে নেমে পড়েন। শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন তিনি। এ সময় পরিলক্ষিত হয়, কিছু কিছু স্থানের ড্রেনের অতিরিক্ত ময়লা জমে থাকায় পানি বেরোতে পারছে না। তিনি সঙ্গে সঙ্গে ড্রেনগুলো পরিষ্কারের জন্য নির্দেশনা দেন। একই সঙ্গে কয়েকটি স্থানে নিজে দাঁড়িয়ে থেকে এবং কখনো কখনো নিজে ড্রেনে নেমে ড্রেন পরিষ্কার করেন।