চুয়াডাঙ্গায় রাস্তার নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়ায় আরসিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় পৌরসভার কাউন্সিলর-কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজ হবে।
উদ্বোধনের সময় স্থানীয় বাসিন্দাদের কাজ দেখে নেওয়ার আহŸান জানিয়ে মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘আপনারা ভোট দিয়েছেন বলেই আমি আজ মেয়র। আপনাদের কথা ভাবার জন্যই আমি আছি। মনে রাখবেন, আপনারা যেমন ভেবেছিলেন আমার কথা, ঠিক তেমনি আমি সবসময় আপনাদের কথা ভাবি। বারবার আপনাদের জন্য ছুটি। পৌরসভার প্রত্যেকটি নাগরিকের সেবা নিশ্চিত করা আমার দায়িত্ব। শত বাধা বিপত্তির মধ্যেও আমি সব সময় আপনাদের কথা ভেবে কাজ করে যাচ্ছি। এই এলাকাটি ছিল অবহেলিত। আগে কোনো রাস্তা, ড্রেন ও বিদ্যুৎ কিছুই ছিল না। আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড্রেন হয়েছে। আর পানিতে তলায় না এই এলাকা। বিদ্যুৎ ছিল না। এখন ভেতরে পর্যন্ত পোল বসেছে, প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ এসেছে। কয়েকটি ঘরের জন্য দুটি পোল প্রয়োজন। তবে বিদ্যুৎ কিন্তু বাকি নেই। শুধু তার নিতে একটু সমস্যা হচ্ছে। সেই সমস্যাও থাকবে না। আমি সেটির বিষয়েও কথা বলেছি। অচিরেই পোল দুটি বসবে। এখন রাস্তাটও আরসিসি ঢালাই, মানে অনেক ভালো এবং উন্নতমানের হবে। কাজে কী কী উপাদান ব্যবহার করা হবে, সেটি বোঝাতেই আমি এসেছি। আপনাদের সমস্যার সমাধান হচ্ছে, দেখি আমিই বোধহয় আপনাদের থেকেও বেশি খুশি হচ্ছি।’ এ সময় মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর নির্দেশে কাজের উপাদান এবং উপাদানের ব্যবহার বিধি ও কাজের ধরণ সম্পর্কে বিস্তারিত স্থানীয়দের মধ্যে বুঝিয়ে দেন সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার।
উদ্বোধকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর গোলাম মোস্তফা, সুলতানারা রতœা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ সামি তাপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান, ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাওরাত, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মারুফ, সাধারণ সম্পাদক রাকিব, ছাত্রলীগ নেতা দারুদ, প্লাবন, শাকিল, ইভন, স্থানীয় বাসিন্দা সুমন, কালু, রোকন, রাজ, সিদ্দিক, আলেয়া, নাছরিন, রেবিনা, সম্পা প্রমুখ।