চুয়াডাঙ্গায় ফ্লাট সোলিং রাস্তা নির্মাণের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকায় ফ্লাট সোলিং রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে এ রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাটকালুগঞ্জ মাদ্রাসাপাড়ায় এ রাস্তা নির্মাণকাজের উদ্বোধনকালে জিপু চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে কাজ করছেন। তার হাত ধরেই দেশ এক দিন উন্নত দেশে পরিণত হবে। সেই উন্নতির ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায়ও ব্যাপক উন্নয়ন হচ্ছে। চুয়াডাঙ্গা পৌর এলাকার কোনো রাস্তা কাঁচা থাকবে না। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ থাকবে। আগামীতে চুয়াডাঙ্গা পৌরসভা হবে দেশের অন্যতম উন্নত একটা পৌরসভা। সেই লক্ষে কাজ করে যাচ্ছে বর্তমান পৌর পরিষদ।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিনা আক্তার রুবি, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জমান, ঠিকাদারী প্রতিষ্ঠান মোর্তুজা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোর্তুজা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, হাজি সোহরাব হোসেন, ফেরদৌস মল্লিক, শহিদুল ইসলাম, মোমিনুর রহমান মোমিন, ছাত্রলীগের নেতা ফিরোজ আলম প্রমুখ।