পৌরসভার প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে

চুয়াডাঙ্গায় রাস্তার নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেছেন, ‘সাধারণ মানুষ ভোট দিয়েছে বলেই আমি মেয়র হয়েছি। তাই পৌরবাসীর সেবা করতে চাই। পৌরবাসীর জন্য ছুটে চলেছি দিন-রাত। পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি রাস্তা পর্যায়ক্রমে পাকা করা হবে। নাগরিকের সেবার মান দিন দিন উন্নত করা হচ্ছে। মানুষ এখন উন্নত পৌরসেবা পাচ্ছে। আমি নিজে পৌরসভার জন্য ছোটাছুটি করে বিভিন্ন প্রজেক্ট এনে কাজগুলো করছি।’
গতকাল বুধবার বিকেল ৫টায় পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের নূরনগর কলোনীপাড়ায় রাস্তার নির্মাণকাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, পৌরসভার প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে এবং আরও দ্রুতগতিতে হবে। এখন পৌর এলাকার নাগরিক হিসেবে এই উন্নয়ন কাজ বুঝে-শুনে-দেখে নেওয়ার দায়িত্ব আপনাদের। সচেতন নাগরিক হিসেবে কাজে ত্রুটি পেলে আমাকে জানাবেন, আমি ব্যবস্থা নেব। এর আগে কখনো কেউ কাজ সম্পর্কে বোঝাতে আসেনি। আমি প্রত্যেকটি কাজের শুরুতে প্রত্যেকটি এলাকায় যেয়ে বুঝিয়ে আসছি, কারণ আমি লুকাতে চাই না। কাজে কোন উপাদান কী পরিমাণে ব্যবহার করা হবে, সবকিছু যাতে জনগণ জানে এবং সেই অনুযায়ী কাজগুলো সঠিক করে বুঝে নেই।’
উদ্বোধনকালে অতিথি হিসেবে থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। তিনি বলেন, ‘এখন আগের থেকে অনেক উন্নত সরকারি সেবা। মেয়র হিসেবে জিপু আপনাদের সামনে এসে যেভাবে প্রত্যেকটি কাজ বুঝিয়ে দেয়, তা অভাবনীয়। সেই অনুযায়ী আপনারা প্রত্যেকটি কাজ বুঝে নিবেন। এই কাজ ভালো হলে সুফল আপনাদের।’
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজ হবে নির্মাণকাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, শেফালী খাতুন, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, ঠিকাদার মো মতুর্জা, স্বেচ্ছাসেবক লীগের নেতা ইমরান, ছাত্রলীগ নেতা দারুদ, ফাহিম, স্থানীয় বাসিন্দা রবিন রাজ, পির মোহাম্মদ, হোসেন, জাকু, আয়ুব আলী, আব্দুর রহিম, নজরুল প্রমুখ।
পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুমা আক্তার, সদস্য রুবভান, স্বোচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম, পিকন, শরিফ, মিথুন, ইমরান, ছাত্রলীগ নেতা রকিব, সুমন, সানজিদ, লিখন, রাইসুল, শাহেদ, জাহিদ, মেহেদি, সবুজ প্রমুখ।