পৌরসভার নির্বাচনের দাবীতে প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন জেলা বিএনপি

meherpur-Pic-03

মেহেরপুর অফিস: একটি বিশেষ গোষ্টীর দ্বারা বারবার মিথ্যা মামলায় মেহেরপুর পৌরসভার নির্বাচন বন্ধের প্রতিবাদে এবং নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুসারে ৩১শে অক্টোবর মেহেরপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের দাবীতে গতকাল সোমবার সকাল ১০ টার দিকে পৌর বিএনপির উদ্যোগে শহরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল শেষে দলীয় নেতৃবৃন্দ মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ ও পুলিশ সুপার আনিছুর রহমান কে স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি এমএকে খায়রুল বাশার, পৌর বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টুসহ সংগঠনের নেতৃবৃন্দ।