নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের চুয়াডাঙ্গা জেলায় এক বছরপূর্তি হয়েছে গতকাল বুধবার। ২০১৯ সালে ৯ সেপ্টেম্বর তিনি চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। মাত্র এক বছরেই তিনি চুয়াডাঙ্গার অতিপরিচিত মুখ এবং মানবিক পুলিশ সুপারে পরিণত হয়েছেন। সাধারণ মানুষ তাঁকে মানবিক পুলিশ সুপার হিসেবে খেতাব দিয়েছেন। গত এক বছরে তিনি চুয়াডাঙ্গায় যোগদান করে করেছেন হাজারো জনসেবামূলক কাজ। উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ প্রশাসনিক অবকাঠামো উন্নয়নেও দিয়েছেন সামনে থেকে নের্তৃত্ব। চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেলার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তিনি ১ বছরেই জেলাবাসীর মন জয় করেছেন। চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘চুয়াডাঙ্গা আসার আগে চুয়াডাঙ্গা সম্পর্কে যেমনটি শুনেছিলাম, তার থেকে অনেক ভালো চুয়াডাঙ্গার মানুষ। কাজে সহযোগী পাই। আর আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি উন্নত সেবা দেওয়ার। পুলিশ জনগণের বন্ধু, সে হিসেবেই কাজ করছি। মানুষ আগের থেকে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ পুলিশি সেবা পাচ্ছে। সাধারণ মানুষের সেই বন্ধুত্বপূর্ণ ভাবটাই আমার কাছে অনেক।’