– এম এ মামুন
বেচবোনাকো মাদক আর
এই করিলাম পণ,
এখন থেকে অন্য কিছু
নয়ত খাটব জোন।
দেশ-দশের নিজে ভালো
বুঝলাম অবশেষে,
এখন থেকে মাদক ছেড়ে
থাকব ভালো বেশে।
কিন্তু যে স্যার একটা কথা
আপনার কাছে বলি,
ভালো পথে চলললে পরেও
পুলিশে দেয় গালি।
খবর: (দর্শনায় আলোচিত মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ)