কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রাম থেকে ৫ জুয়াড়িকে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করেছে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ। গতরাত আনুমানিক ৯টার দিকে কুড়–লগাছী গ্রামের একটি চা’ এর দোকানে প্রকাশ্যে খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের এএসআই মুহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ৫ জুয়াড়িকে আটক করে। আটককৃতরা হল: কুড়ুলগাছির পশ্চিম পাড়ার মতিয়ারের ছেলে তারিকুল (৩০)একই গ্রামের আবুল হোসেনের পুত্র শাহানুর (৩০)হয়রত আলীর পুত্র রেজাউল (২৫)ইসমাঈল হোসেনের পুত্র মনি (৩০) মৃত সলেমান হোসেনের পুত্র হযরত আলী (৪৫)। আজ তাদের আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানা গেছে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।