পুলিশি সহায়তায় বাড়ি ফিরল শৈলকুপার ঘরছাড়া ৭০ পরিবার

ঝিনাইদহ অফিস:

সামাজিক কোন্দলের জের ধরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামের বাড়িছাড়া ৭০টি পরিবার তাদের বসতভিটায় ফিরেছেন। দীর্ঘ দেড় বছর পর বাড়ি ফিরে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। পুলিশের সহযোগিতায় গতকাল মঙ্গলবার দুপুরে গ্রামে নিজের বসতভিটায় ফেরেন তারা। এ নিয়ে পত্রিকায় ‘শৈলকুপার একটি গ্রামের ৭০টি পরিবার বাড়ি ছাড়া দেড় বছর’ শিরোনামে সংবাদ প্রচারের পর নজরে আসে জেলা পুলিশ প্রশাসনের। পরে ভুক্তভোগীদের ডেকে বাড়ি ফেরার আশ্বাস দেয় পুলিশ। গতকাল দুপুরে দামুকদিয়া গ্রামের এনামুল, সূর্য, ঝণ্টু মোল্লা, চঞ্চল, নাজমুল, হারুন বিশ্বাস, আলফু ও উজ্জলের পরিবার বাড়িতে ফিরেছে। পুলিশের এমন কাজে খুশি এলাকাবাসী।

এ বিষয়ে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত বর্মণ জানান, পত্রিকায় প্রকাশিত খবর থেকে এই বিষয়ে অবগত হওয়ার পর ভুক্তভোগীদের ডেকে বাড়ি ফেরার ব্যবস্থা এবং যেকোনো সমস্যায় পুলিশের কঠোর অবস্থানের কথা জানানো হয়। তারই ধারাবাহিকতায় গতকাল দামুকদিয়া গ্রামের অধিকাংশ বাড়িছাড়া মানুষ তাদের বসতভিটায় ফিরেছে।

উল্লেখ্য, মনোহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু ও বর্তমান ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের মধ্যে বিরোধের জেরে ২০২১ সালের জুলাই মাসে মন্নুর সমর্থক দামুকদিয়া গ্রামের উকিল মৃধা খুন হন। এরপর চলে ভাঙচুর, লুটপাট। তার কিছুদিন পরেই ওই ইউনিয়নে হয় ইউপি নির্বাচন। যেখান জাহিদুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে মন্নু সমর্থকের ওপর নির্যাতন করে গ্রামছাড়া করা হয়।