চুয়াডাঙ্গা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সমাজসেবা অধিদপ্তরাধীন সরকারি শিশু পরিবারে (বালিকা) পিতৃ-মাতৃহীন এতিম শিশুদের সাথে একটি বিশেষ শিশু পরম যত্নে লালিত-পালিত হচ্ছে। শিশুটির নাম আঞ্জু খাতুন। বয়স আনুমানিক ১৪ বছর। ২০১৭ সালে শিশুটিকে দর্শনা রেলওয়ে স্টেশনে পাওয়া যায়। তৎকালীন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. জিয়াউদ্দীন আহমেদ এবং তৎকালীন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলামের মাধ্যমে শিশুটি অত্র প্রতিষ্ঠানে আসে। শিশুটি তখন তার নিজের নাম আঞ্জু ছাড়া আর কিছুই বলতে পারত না। এমনকি ঠিকমতো কথা বা শব্দ স্পষ্ট করে বলতেও পারত না। বর্তমানে শিশুটি কিছু কিছু কথা বলতে পারে। এখনো পর্যন্ত শিশুটির প্রকৃত পিতা-মাতা সম্পর্কে কিছুই জানা যায়নি। এমতাবস্থায় শিশুটি বা তার পিতা-মাতা পরিবার-পরিজন সম্পর্কে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি কোনো তথ্য জেনে থাকেন, তবে মানবিক দিক বিবেচনা করে চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। (প্রেস বিজ্ঞপ্তি)