ইপেপার । আজ বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

পিছিয়ে পড়া মানুষদের পূনর্বাসনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ভিন্নধর্মী উদ্দ্যোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮
  • / ৪৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সমাজের পিছিয়ে পড়া মানুষদের পূনর্বাসনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক ভিন্নধর্মী নতুন উদ্যোগ। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর শহরের কোর্ট জামে মসজিদ ও বড়বাজার সমবায় নিউ মার্কেট মসজিদের সামনে থেকে ১ শিশুসহ ২৯ জন নারী-পুরুষকে নেওয়া হয় চুয়াডাঙ্গা সরকারি শিশু সদনে। দুপুরে প্রশাসনের পক্ষ থেকে বিরিয়ানি খাবার এবং রাতের খাবার দেয়া হয়েছে। আজ শনিবার অসুস্থদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হবে। তাদেরকে গতরাতে থাকার ব্যবস্থা করা হয় সরকারি শিশু পরিবারেই। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের সাথে সরাসরি কাছ থেকে আলাপের মাধ্যমে জানবে তাদের পুনর্বাসনের জন্য কি প্রয়োজন। তাদেরকে কিভাবে পুনর্বাসন করা হবে। সবকিছুই আলাপের মাধ্যমে তাদেরকে সঠিকভাবে পূনর্বাসন করা হবে।
এদিকে, গতকাল শুক্রবার সন্ধ্যায় সরকারি শিশু সদনে ভিক্ষুকদের খোঁজ খবর নিতে সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এসময় তিনি তাদেরকে মিষ্টিমুখ করান। তিনি অসুস্থ ভিক্ষুকদের সরকারিভাবে সুচিকিৎসার ব্যবস্থার জন্য নির্দেশনা দিয়েছেন। তাদের সাথে একান্তেই কথা বলেন। দুপুরে জুম্মার নামাজের পর শহরের কোর্ট জামে মসজিদ ও বড়বাজার সমবায় নিউ মার্কেট মসজিদের সামনে থেকে ভিক্ষুকদেরকে নেওয়ার সময় এবং দুপুরে খাওয়ানোর সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসিম উদ্দীন, সমাজ সেবার উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, এনডিসি সিব্বির আহমেদ, সহকারি কমিশনার ফখরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সানোয়ার হোসেন ও নিবন্ধন কর্মকর্তা রুমানা বিলকিস ও নাজির হামিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এসময় সহযোগিতা করে আনসার সদস্যরা।
শহরের কোর্ট জামে মসজিদ ও সমবায় নিউ মার্কেট মসজিদ থেকে নেওয়া ভিক্ষুকদের মধ্যে দামুড়হুদা ঈশ্বরচন্দ্রপুরের মা-মেয়ে রিজিয়া খাতুন ও শিশু মাছুরা (৫) এবং মাসুদুর রহমান, আলমডাঙ্গা আন্দিপুরের শাহার বানু, দর্শনার রিজিয়া খাতুন, চুয়াডাঙ্গা সুমুরদিয়াড় আহাদ, সদর উপজেলার পীরপুর গ্রামের নসকর আলী, দক্ষিণ গোরস্থাপাড়ার কাওছার শেখ, বেলগাছি ঈদগাহপাড়ার দুখু শেখ, শান্তিপাড়ার মহির উদ্দিন মন্ডল ও গাইদঘাটের আবুলসহ ২৯জন নারী ও পুরুষ রয়েছে। এরা সকলেই সরকারি শিশু সদনে রয়েছে। আজ সকালে তাদেরকে নাস্তা করিয়ে নিজ নিজ বাড়িতে পাঠানোর কথা আছে।
এ ব্যাপারে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দীন বলেন, সমাজের পিছিয়ে পরা মানুষদের সহযোগিতার জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে চুয়াডাঙ্গা জেলাকে ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই লক্ষ্যে তাদের পূনর্বাসনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। যাদের জমি আছে ঘর নেই, তাদেরকে ঘর তৈরী করে দেয়া হচ্ছে। সরকার থেকে প্রশাসনের কাছে ১৫ লাখ টাকা এবং সমাজ সেবা বিভাগকে ৫ লাখ অনুদান পাঠিয়েছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আশ্বস্ত করা হয়েছে সাহায্যের জন্য।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পিছিয়ে পড়া মানুষদের পূনর্বাসনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ভিন্নধর্মী উদ্দ্যোগ

আপলোড টাইম : ০৮:৪৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সমাজের পিছিয়ে পড়া মানুষদের পূনর্বাসনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক ভিন্নধর্মী নতুন উদ্যোগ। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর শহরের কোর্ট জামে মসজিদ ও বড়বাজার সমবায় নিউ মার্কেট মসজিদের সামনে থেকে ১ শিশুসহ ২৯ জন নারী-পুরুষকে নেওয়া হয় চুয়াডাঙ্গা সরকারি শিশু সদনে। দুপুরে প্রশাসনের পক্ষ থেকে বিরিয়ানি খাবার এবং রাতের খাবার দেয়া হয়েছে। আজ শনিবার অসুস্থদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হবে। তাদেরকে গতরাতে থাকার ব্যবস্থা করা হয় সরকারি শিশু পরিবারেই। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের সাথে সরাসরি কাছ থেকে আলাপের মাধ্যমে জানবে তাদের পুনর্বাসনের জন্য কি প্রয়োজন। তাদেরকে কিভাবে পুনর্বাসন করা হবে। সবকিছুই আলাপের মাধ্যমে তাদেরকে সঠিকভাবে পূনর্বাসন করা হবে।
এদিকে, গতকাল শুক্রবার সন্ধ্যায় সরকারি শিশু সদনে ভিক্ষুকদের খোঁজ খবর নিতে সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এসময় তিনি তাদেরকে মিষ্টিমুখ করান। তিনি অসুস্থ ভিক্ষুকদের সরকারিভাবে সুচিকিৎসার ব্যবস্থার জন্য নির্দেশনা দিয়েছেন। তাদের সাথে একান্তেই কথা বলেন। দুপুরে জুম্মার নামাজের পর শহরের কোর্ট জামে মসজিদ ও বড়বাজার সমবায় নিউ মার্কেট মসজিদের সামনে থেকে ভিক্ষুকদেরকে নেওয়ার সময় এবং দুপুরে খাওয়ানোর সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসিম উদ্দীন, সমাজ সেবার উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, এনডিসি সিব্বির আহমেদ, সহকারি কমিশনার ফখরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সানোয়ার হোসেন ও নিবন্ধন কর্মকর্তা রুমানা বিলকিস ও নাজির হামিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এসময় সহযোগিতা করে আনসার সদস্যরা।
শহরের কোর্ট জামে মসজিদ ও সমবায় নিউ মার্কেট মসজিদ থেকে নেওয়া ভিক্ষুকদের মধ্যে দামুড়হুদা ঈশ্বরচন্দ্রপুরের মা-মেয়ে রিজিয়া খাতুন ও শিশু মাছুরা (৫) এবং মাসুদুর রহমান, আলমডাঙ্গা আন্দিপুরের শাহার বানু, দর্শনার রিজিয়া খাতুন, চুয়াডাঙ্গা সুমুরদিয়াড় আহাদ, সদর উপজেলার পীরপুর গ্রামের নসকর আলী, দক্ষিণ গোরস্থাপাড়ার কাওছার শেখ, বেলগাছি ঈদগাহপাড়ার দুখু শেখ, শান্তিপাড়ার মহির উদ্দিন মন্ডল ও গাইদঘাটের আবুলসহ ২৯জন নারী ও পুরুষ রয়েছে। এরা সকলেই সরকারি শিশু সদনে রয়েছে। আজ সকালে তাদেরকে নাস্তা করিয়ে নিজ নিজ বাড়িতে পাঠানোর কথা আছে।
এ ব্যাপারে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দীন বলেন, সমাজের পিছিয়ে পরা মানুষদের সহযোগিতার জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে চুয়াডাঙ্গা জেলাকে ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই লক্ষ্যে তাদের পূনর্বাসনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। যাদের জমি আছে ঘর নেই, তাদেরকে ঘর তৈরী করে দেয়া হচ্ছে। সরকার থেকে প্রশাসনের কাছে ১৫ লাখ টাকা এবং সমাজ সেবা বিভাগকে ৫ লাখ অনুদান পাঠিয়েছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আশ্বস্ত করা হয়েছে সাহায্যের জন্য।