পিকেকে রোনালদোর পাল্টা খোঁচা

PK Ronaldoখেলাধুলা ডেস্ক: রিয়াল মাদ্রিদে জেরার্ড পিকের অরুচিটা এখন কারও অজানা নেই। বার্সেলোনা ডিফেন্ডার মাঝে মাঝেই চিরপ্রতিদ্বনদ্বী ক্লাবটিকে খোঁচা দিয়ে খবরের শিরোনাম হন। কদিন আগেও পিকে বলেছিলেন, চ্যাম্পিয়নস লিগে সহজ গ্র“পে পড়ায় গত মৌসুমে শিরোপা জিতেছিল রিয়াল। পিকের সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন রিয়ালের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার রাতে দ্বিতীয়বারের মতো উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রোনালদো। মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে পর্তুগিজ তারকার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে রোনালদোর জানতে চাওয়া হয় পিকের মন্তব্যের উত্তরে তিনি কী বলবেন। পিকেকে রোনালদো পাল্টা খোঁচা দিয়ে বলেন ঠিক আছে, আমি তার জবাব দিচ্ছি না। আমি পিকেকে বলতে চাই, সে যেন আমার টুইটার পেজে গিয়ে দেখে নেয়। সেখানে একটি সুন্দর ছবিও আছে।