চুয়াডাঙ্গা সদরের দশমীতে রাস্তা পারাপারের সময় বিপত্তি
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমীতে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির পিকাআপ ভ্যানের ধাক্কায় মতিয়ার রহমান (৪৫) নামের এক আলমসাধু চালকরে মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে দশমী আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের ক্যানালপাড়ার মৃত আব্দুল বারিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিন্দুরিয়া ক্যাম্প পুলিশ জানায়, গতকাল রাতে মাদ্রাসার সামনে রাস্তা পারাপার হচ্ছিলেন আতিয়ার রহমান। এ সময় চুয়াডাঙ্গা থেকে আসা ঝিনাইদহগামী দ্রুতগতির একটি অজ্ঞাত পিকআপ ভ্যান আতিয়ারকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অতিয়ারের মৃত্যু হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার ও ডিফেন্স সার্ভিসের কর্মী এবং সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।
সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের নিকট আতিয়ারের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পদ্মবিলা ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
