প্রতিবেদক, উথলী:
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম পশুর হাট জীবননগর উপজেলার উথলী শিয়ালমারী পশুর হাট। দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা-বিক্রেতা আর ব্যাপারীদের উপস্থিতিতে বেশ জমজমাট হয়ে ওঠে সাপ্তাহিক এই পশুর হাটটি। হাটটি জীবননগর-দর্শনা মহাসড়কের সঙ্গে সংযুক্ত হওয়াই দুপুরের পর থেকে গরু বোঝায় গাড়ি আর অতিরিক্ত যানবাহনের চাপ থাকার কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। হাটের মূল গেটের সামনে যানজটের কারণে আধাঘণ্টা থেকে ১ ঘণ্টা সময় নষ্ট হয় সাধারণ পথযাত্রীর। এ সমস্যা দূরীকরণে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ২৭ আগস্ট বৃহস্পতিবার হাট মালিক কর্তৃপক্ষেকে বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছিল। এ ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার হাট মালিক কর্তৃপক্ষ নির্দেশিত কার্যক্রম গ্রহণ করে। হাট মালিক কর্তৃপক্ষের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পর দীর্ঘদিনের যানজটের অবসান হয়। সাধারণ মানুষেরা স্বস্তিতে চলাচল করতে পেরে আনন্দ প্রকাশ করেছে।
পশুর হাট সংলগ্ন মহাসড়কের উভয় পাশে ১০ ফুট দূরত্বে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। গরু বহন করা গাড়ি পাওয়ারট্রিলার, নসিমন, করিমন, ভটভটি, আলমসাধু ইত্যাদি যানবাহন হাটের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি। স্বাস্থ্যবিধিসহ সব বিষয় সকাল থেকে নিয়মিত মাইকের মাধ্যমে প্রচার করা হয়েছে। হাটের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাসহ হাটে প্রতিটি প্রবেশ দ্বারে রাখা হয়েছিল হ্যান্ড স্যানিটাইজার। হাট ব্যবস্থাপনা কাজে সহযোগিতা করার জন্য স্বেচ্ছাসেবক টিম সবসময় কাজ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন সরেজমিনে পরিদর্শন করে যানজট নিরসন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হাট মালিক কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপগুলো দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন ও বিষয়গুলো নিয়ে হাট মালিক কর্তৃপক্ষকে আরও কিছু নির্দেশনা দিয়েছেন। প্রতি বৃহস্পতিবার হাট চলাকালীন সময় এই ধরণের পদক্ষেপ চলমান থাকবে বলে জানিয়েছে হাট মালিক কর্তৃপক্ষ।