সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে মেয়ে-সহ মা কে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে একটি পরিবার। মঙ্গলবার (১২ জুলাই) আনুমানিক বিকেল ৪টার সময় উপজেলার সাহারবাটি গ্রামে নানার বাড়ি থেকে ভাটপাড়া ডিসি ইকোপার্কে ঘুরতে যাওয়ার কথা বলে তারা নিখোঁজ হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। নিখোঁজ মায়ের নাম মনিকা খাতুন (২২) ও তার কন্যা শিশুর নাম আয়না খাতুন (২)। মনিকার স্বামী সৌদি আরব প্রবাসী।
এ প্রসঙ্গে মনিকার পালিত বাবা আনারুল ইসলাম (আকালী) বলেন, আমাদের যে যেখানে আছে সকল আত্মীয় স্বজনদের বাড়ীসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুজি করেও মা মেয়ের কোনো সন্ধান পায়নি। এমতাবস্থায় আমরা স্থানীয় পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের কাছে সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন এ বিষয়ে নিখোঁজের পরের দিন বুধবার স্থানীয় থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেছি যার নম্বর ৫৮৬।
এ ব্যাপারে গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, নিখোঁজ মনিকা ও তার কন্যা শিশু কে খুঁজে পেতে সব ধরনের আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত