পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণে বের হওয়া যুবক এখন চুয়াডাঙ্গায়

সমীকরণ প্রতিবেদক:
পলিথিন আর প্লাস্টিক যত্রতত্র ব্যবহারে পৃথিবী হয়ে উঠেছে ভারসাম্যহীন। তাই পলিথিন ও প্লাস্টিকের উত্তম ব্যবহার নিশ্চিত করার বার্তা ছড়িয়ে দিতে পায়ে হেঁটে বিশ্বভ্রমণে বের হয়েছেন রোহান আগরওয়াল (২১) নামের এক যুবক। পায়ে হেঁটে ভারতের ২৭টি রাজ্য ভ্রমণ শেষে সেই রোহান এখন চুয়াডাঙ্গায় রয়েছেন। তিনি ভারতের মাহরাষ্ট্রের নাগপুরের বাসিন্দা।

রোহানের চুয়াডাঙ্গায় অবস্থানের খবর জানতে পেরে বিভিন্ন ব্যক্তি, সংগঠন বিশেষ করে তরুণ-তরুণীরা তার প্রচারে অংশ নিচ্ছে। রোহান ইতঃমধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের নেতা এমদাদুল হক সজলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পরে চুয়াডাঙ্গার অন্যতম সংগঠন তারাদেবী ফাউন্ডেশনের কার্যালয় পরিদর্শন করেন। তিনি ফাউন্ডেশনের গেস্টরুমে রাত্রীযাপন করেন।

আজ (বুধবার) সকাল থেকে তিনি চুয়াডাঙ্গার বিভিন্ন কলেজ ও স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে ভ্রমণ বার্তা ছড়িয়ে দেওয়াসহ পলিথিন আর প্লাস্টিকের অপব্যবহার রোধে করণীয় নিয়ে আলোচনা করবেন। রোহান বাংলাদেশ ভ্রমণ শেষে নেপাল হয়ে পর্যায়ক্রমে সাইবেরিয়ার পর্যন্ত ভ্রমণ করবেন বলে জানিয়েছেন।