পাবনার নারী সাংবাদিক সুবর্ণা নদীর হত্যার প্রতিবাদ মেহেরপুরে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৫:৩০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
- / ৮৮৩ বার পড়া হয়েছে
পাবনার নারী সাংবাদিক সুবর্ণা নদীর হত্যার প্রতিবাদ
মেহেরপুরে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত
মেহেরপুর অফিস: পাবনার সুবর্ণা নদী নামের নারী সাংবাদিককে কুপিয়ে হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, খুন, গুম, মামলা, হামলা ও হয়রানির প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মেহেরপুরে সাংবাদিকরা মানববন্ধন ও মৌন মিছিল করেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সাংবাদিকরা মৌন মিছিল করে। মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আল আমিন হোসেন ও সাধারণ সম্পাদক রফিকুল আলমের নেতৃত্বে মানববন্ধন ও মৌন মিছিলে মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, কামারুজ্জামান খান, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ মুন্সি ওমর ফারুক প্রিন্সসহ মেহেরপুর, মুজিবনগর ও গাংনীর সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে পাবনার রাধানগরে বাসার সামনে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি ও অনলাইন পোর্টাল দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদীকে দূর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।