
বদরগঞ্জ অফিস: ডিজিটালের যুগে জেলা সদরের বাজারে পানি নিষ্কাষন ব্যবস্থা নেই। এমন কথা বিশ্বাস না হলেও এটাই সত্য। সামান্ন বৃষ্টিতেই বাজারের সমস্ত পথ গুলো পানিতে ডুবে যায়। বাজার ব্যবস্থাপনাই কিংবা সরকারী কোন প্রকার অনুদানেও আজ পর্যন্ত পানি নিষ্কাষন ব্যবস্থা গড়ে উঠেনি। ফলে বৃষ্টির পানির মধ্যদিয়ে সর্ব স্তরের কর্মকান্ড সম্পাদন হচ্ছে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ বাজার স্থাপনের পর থেকে আজোবদী বাজারের কোন স্থানে পানি নিষ্কাষনের ব্যবস্থা গড়ে উঠেনি। এ ব্যাপারে স্থানীয় সরকার কিংবা সরকারী কোন অনুদানও আসেনি যা দিয়ে একটি জেলা সদরের বাজারে পানি নিষ্কাষন ব্যবস্থা তৈরী হবে। বাধ্য হয়েই এ যাবত কাল বাজারের সকল রাস্তা দিয়ে গ্রামের জনসাধারণ শত কষ্টের মধ্য দিয়ে সকল কর্ম করে থাকে। বিশেষ করে বদরগঞ্জ বাজার থেকে মুর্তুযাপুরের রাস্তাটি চলাচলের একেবারেই অযোগ্য হয়ে দাড়িয়েছে। সামান্ন বৃষ্টিতেই হাটু পানির মধ্যদিয়ে যাতায়াত করতে হচ্ছে এ অঞ্চলের মানুষের। এ নিয়ে সচেতন মহলের বাজার সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবী, বাজার সহ এলাকার পার্শ্ববর্তী গ্রাম থেকে বাজারে আসা ও যাওয়ার রাস্তগুলো মেরামত ও সংস্কার করা হোক। সেই সাথে বাজারের পানি নিষ্কাষন ব্যবস্থা তৈরী করা হোক, যাতে বাজারে আসা ও যাওয়ার পথে সাধারণ জনতা কোন প্রকার দুর্ভোগে না পড়ে।