বিনোদন ডেস্ক: ভারতে চলছে সেলিব্রেটিদের বিয়ের ধুম। বিশেষ করে এর প্রভাব বলিউডপাড়ায় বেশি পড়েছে। তারকাদের বিয়ে নিয়েই বেশ দারুণ সময় কেটে যাচ্ছে পাপারাজ্জিদের। বিরাট-আনুশকার বিয়ের রেশ কাটতে না কাটতেই আরও এক হাইপ্রোফাইল বিয়ের একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া তার বিয়ে নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি জানিয়েছেন, বিয়ে করার জন্য উপযুক্ত পাত্র খুঁজছেন। বলিউডের পাশাপাশি হলিউডেও জনপ্রিয় প্রিয়াংকাকে বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিয়েটা পরিকল্পনা করে হয় না। নিজের জন্য উপযুক্ত ব্যক্তিকে খোঁজার প্রয়োজন। সঠিক পাত্র পেলে খুব তাড়াতাড়িই বিয়েটা সেরে ফেলব। সূত্র: এবিপি আনন্দ।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।