আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়ন সংলগ্ন কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউপি’র পাটিকাবাড়ী গ্রামের দক্ষিণ মাঠ নামে পরিচিত আমন ধান চাষযৌগ্য প্রায় সাড়ে তিন শত বিঘা ধানি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। সরজমিনে গিয়ে কৃষকদের সাথে আলাপকালে জানা যায়, বৃষ্টির পানি মাঠ থেকে বের হতে না পারায় আমরা জমিতে গত বছর থেকেই আমন ধানের চাষ করতে পারছি না। কৃষকেরা আরও বলেন, মাঠের পানি বের হওয়ার একমাত্র খালটি চর পড়ে বন্ধ হয়ে যাওয়ায় জমি থেকে অতিরিক্ত পানি সরছে না। তাই একটু বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যাচ্ছে অত্র অঞ্চলের কৃষকদের প্রায় ৩ শত বিধা আবাদি ধানের জমি। কৃষকরা এ ব্যাপারে কুষ্টিয়া কৃষি অফিস, সদর উপজেলা নির্বাহী অফিসার ও পানি উন্নয়ন বোর্ডের সহায়তা কামনা করেছে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।