দর্শনা অফিস:
দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের ভৈরব নদের ওপর বাঁশের সাঁকোটি কত দিনে ব্রিজ হবে, এই প্রত্যাশায় আছেন পাটাচোরা গ্রামবাসী। মাথাভাঙ্গা ও ভৈরব নদের মাঝখানে অবস্থিত পাটাচোরা গ্রাম। একমাত্র বদনপুর গ্রামের সড়ক দিয়ে চলাচল করে পাটাচোরা গ্রামের মানুষ। সুবলপুর হাট ও কার্পাসডাঙ্গা বাজারে আসতে ১০ কিলোমিটার সড়ক পথ ঘুরে আসতে হয় পাটাচোরা গ্রামবাসীকে। বাঁশ-কাঠের সাঁকো দিয়ে পার হয়ে সুবলপুর আধা কিলোমিটার ও কার্পাসডাঙ্গা বাজারে যেতে মাত্র দেড় কিলোমিটার সড়ক। ফলে সুবলপুর গ্রামের নিকট মাথাভাঙ্গা ও ভৈরব নদের সংযোগস্থলে একটি সেতু নির্মাণ হলে পাটাচোরা গ্রামবাসীর দুর্ভোগ লাঘব হতো। এছাড়া পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ে সুবলপুর, বাস্তপুর ও রঘুনাথপুর গ্রামের যাতায়াতকারী ছাত্রছাত্রী খুব সহজে নদী পারাপার হতে পারতো। এলাকাবাসীর দাবি, মাথাভাঙ্গা নদীর সংযোগ স্থলে ভৈরব নদের ওপর একটি সেতু নির্মাণ।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত