পাকৃষ্ণপুর মদনা গ্রামের দক্ষিণপাড়ার সকল রাস্তা চলাচলের অযোগ্য

DSC03450দর্শনা অফিস: পাকৃষ্ণপুর মদনা ইউনিয়নের মদনা গ্রামের দক্ষিনপাড়ার সকল রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামের কৃষকদের বাড়িতে ফসল বহন করে বাড়িতে নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে চলতি কৃষকরা পাট এবং পাটকাটি বহন করে বাড়িতে  নিয়ে যেতে পারছে না। এমনকি সাধারণ মানুষের পায়ে হেঁেট চলাচল করা দুঃসাধ্য হয়ে পড়েছে। কোন স্থানে বিশেষ করে আফাজ উদ্দিনের মালিথার বাড়ির নিকট, বুড়ো মাতব্বরের বাড়ির নিকট ও আবেদ আলীর বাড়ির নিকট রাস্তা ভেঙ্গে গেছে। কোথাও কথাও ৩/৪ ফিট গর্তে পরিনত হয়েছে। অতি দ্রুত এসব সড়কগুলিতে মাটি ভরাট না করা হলে জন-সাধারণের চলাচল করা সম্ভব হবে না। এ পাড়ার লোকজন পাকৃষ্ণপুর মদনা ইউনিয়ন কর্তৃপক্ষের নিকট রাস্তা গুলো চলাচলের উপযোগী তোলার দাবী করেছে।