চুয়াডাঙ্গা মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২০

পাকিস্তান ছাড়া ১২০ দেশে সরাসরি দেখা যাবে আইপিএল

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ১৫, ২০২০ ৮:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

খেলাধুলা প্রতিবেদন
দরজায় কড়া নাড়ছে আইপিএলের ১৩তম আসর। চার-ছক্কার সবচেয়ে জমজমাট এ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লীগ শুরু হতে আর ৫ দিন বাকি। করোনাভাইরাসের কারণে এবার দর্শকশূন্য মাঠে গড়াবে আইপিএলের সব ম্যাচ। তবে বিশ্বের ১২০টি দেশে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচগুলো। বরাবরের মতো ভারত, বাংলাদেশ ও আফগানিস্তানে স্টার স্পোর্টসের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে আইপিএলের ম্যাচ। তবে বাংলাদেশের লোকাল চ্যানেলেও দেখা যাবে। বৃটেনে আইপিএল দেখাবে স্কাই স্পোর্টস ক্রিকেট। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় উইলো ক্রিকেট এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে দেখাবে ফক্স স্পোর্টস। দক্ষিণ আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকায় সুপারস্পোর্টস এবং দক্ষিণ আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ দক্ষিণ পূর্ব এশিয়ায় আইপিএলের ব্রডকাস্টার ইয়ুপ টিভি। তবে পাকিস্তানে আইপিএলের ম্যাচ সরাসরি সম্প্রচার করবে না কোনো চ্যানেল । আরব আমিরাতে ১৯শে সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। টুর্নামেন্টের পর্দা নামবে ৮ই নভেম্বর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।