পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

1472800383

বিশ্ব ডেস্ক: পাকিস্তানের খাইবার প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। আহত হয়েছেন ৪১ জন। শুক্রবার সকালে মারদানি জেলায় আদালতের সামনে এই আত্মঘাতী হামলা চালানো হয়। মারদানের পুলিশ কর্মকর্তা ফয়সাল সেহজাদ জানান, হামলাকারীর সুইসাইড বেল্ট বিস্ফোরিত করার আগে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও ছিলেন বলে জানান তিনি। এর আগে শুক্রবার সকালেই দেশটির পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি খ্রিস্টান কলোনিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় এক বেসামরিক নাগরিক ও চার আত্মঘাতী হামলাকারীসহ পাঁচজন নিহত হয়েছে। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) অসিম বাজওয়া বলেন, ‘চার আত্মঘাতী বোমা হামলাকারীর সবাই নিহত হয়েছে।’ ডন