সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহে শহরের বিভিন্ন এলাকার লোককে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে আটকে রেখে নগ্ন ও অশ্লীল ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়ার অভিযোগে পর্ণগ্রাফি মামলার প্রধান আসামীসহ দুজনকে আটক করেছে র্যাব-৬। গতকাল শুক্রবার তাদের আটক করে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল। আটককৃতরা হলেন- ঝিনাইদহ সদর থানার মন্টু বসু সড়ক (চাকলাপাড়া), গ্রামের প্রদ্যুৎ কুমার বিশ্বাস (৩৫) ও জেলার মহেশপুর থানার ভরাব গ্রামের মেরিনা খাতুন ওরফে বৃষ্টি (২০)। গ্রেপ্তারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, ঝিনাইদহে শহরের বিভিন্ন এলাকার লোককে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে আটকে রেখে একটি চক্র নগ্ন ও অশ্লীল ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় ছিল এদের কাজ।
