দামুড়হুদায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত সহপাঠী
পরীক্ষা দেওয়া হলো না রাকিবের- আপলোড টাইম : ০৯:২৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ১৭ বার পড়া হয়েছে
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাকিব (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় রাব্বি (১৮) নামে তাঁর সহপাঠী আহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব উপজেলার গোবিন্দহুদা গ্রামের মিলনের ছেলে। আহত রাব্বি একই গ্রামের আজিমুদ্দীনের ছেলে। তারা দুজনই দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ (ডিগ্রি) কলেজের একাদশ শ্রেণির ছাত্র। দুর্ঘটনার খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ রাকিবের লাশ উদ্ধার করে। আর রাব্বিকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে বন্ধু রাব্বিকে নিয়ে মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিলেন রাকিব। দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন হাটচালির সামনে পৌঁছালে একটি পাখিভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়েন তারা। এসময় পিছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর আরোহী রাব্বিকে আহতবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সড়ক দুর্ঘটনায় রাকিব নামের একজন নিহত হয়েছেন। এছাড়া রাব্বি নামের আরও একজন আহত হয়েছেন। লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহত রাকিবের ভাই শাকিব হাসান বাদী হয়ে সড়ক আইনে একটি মামলা হয়েছে