পবিত্র রমজান মাস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ আয়োজন

শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা

সমীকরণ প্রতিবেদন:

পবিত্র রমজান উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে আলমডাঙ্গা ও দামুড়হুদায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা ও দামুড়হুদা থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে পৃথকভাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আলমডাঙ্গা:

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় আলমডাঙ্গায় পবিত্র রমজান উপলক্ষে থানা পুলিশের আয়োজনে ক্বিরাত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্বিরাত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতায় উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ক, খ ও গ ৩টি গ্রুপে চলে এ প্রতিযোগিতা। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) একরামুল হোসাইন, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, নওদামারি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক জামাল উদ্দিন, নওলামারি আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা সোলাইমান কবীর, মাওলানা সাইফুল ইসলাম, আলমডাঙ্গা একাডেমির শিক্ষক শাহিদ শাহিন, বকসিপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শরিয়তুল ইসলাম, আলমডাঙ্গা মডেল মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আক্তারুজ্জামান, মডেল কেয়ারটেকার মাওলানা ওমর ফারুক, থানার উপ-পরির্দশক (এসআই) সালাহ উদ্দিন, এসআই আশিক, এএসআই রিয়াজুল, এএসআই শিউলি খাতুন প্রমুখ।

দামুড়হুদা:

দামুড়হুদায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে কোরআন তিলাওয়াত, হামদ, নাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোহাম্মদ মুন্না বিশ্বাস। গতকাল সোমবার সকাল ১০টার দিকে দামুড়হুদা মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় উপজেলার থানা, স্কুল, কলেজ ও মাদ্রাসার ১৫০ জন অংশগ্রহণ করে। এর মধ্যে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ২৭ জনকে পুরস্কৃত করা হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মারিয়া মাহবুব, দামুড়হুদা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মামুনুর রশীদ, মাওলানা হাফেজ মুফতি বনি ইয়ামিন প্রমুখ।