পদধ্বনি আসরের ১২০১তম পর্ব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে সাপ্তাহিক সাহিত্য আয়োজন পদধ্বনি আসরের ১২০১তম পর্ব অনুষ্ঠিত হয়। ডাঃ কামরুজ্জামান মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনির ১২০১তম পর্বে স্বরচিত লেখা পাঠ করেন, অভিষেক হোসেন প্রান্ত, সুমন রশীদ, হাবিবি জহির রায়হান, অমিতাভ মীর, ছড়াকার আনছার আলী, গোলাম কবীর মুকুল, শাহিদা খাতুন, শিরোণাম মেহেদী, নাসিম আহমেদ, শাহাদাত্ সুমন প্রমুখ। পঠিত লেখার ওপর আলোচনা করেন- অমিতাভ মীর, বিশিষ্ট ছড়াকার মোঃ আনছার আলী, গোলাম কবীর মুকুল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের জীবন সদস্য ও দৈনিক আমাদের সংবাদের সাহিত্য সম্পাদক কবি অমিতাভ মীর।