বিশ্ব প্রতিবেদন:
১১ জন সংসদ সদস্য সমর্থন প্রত্যাহারের পর আস্থা ভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন। একইসঙ্গে পদত্যাগের দাবি নাকচ করেছেন তিনি। মুহিউদ্দীন দাবি করেন, বেশিরভাগ সংসদ সদস্য এখনো তার প্রতি সমর্থন দিচ্ছেন। গতকাল বুধবার টেলিভিশনে দেয়া ভাষণে তিনি এমনটাই জানিয়েছেন বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে পার্সটুডে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, সুলতান আব্দুল্লাহ আহমদ শাহের সমর্থন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ, তিনি একমত হয়েছেন যে, আমি ক্ষমতায় থাকি। উল্লেখ্য, করোনাভাইরাস মাহামরি মোকাবেলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারি পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনার অভাব এবং অযৌক্তিকভাবে দেশজুড়ে জরুরি অবস্থা জারির অভিযোগে মুহিউদ্দীনের পদত্যাগের দাবিতে মালয়েশিয়াজুড়ে বিক্ষোভ চলছে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।