নয়তো অভিমান
– এম এ মামুন
সার-কীটনাশক তেলের মূল্য
না কমালে দেশে,
কৃষক যতই চেষ্টা করুক
ফলবে ফসল কিসে?
আছে খরা সেচও মরা
তাইতো কৃষি হুমকিতে,
উৎপাদনে ব্যঘাত হলেই
থাকবে না কেউ শান্তিতে।
দেশ নিয়ে সবাই চিন্তা কর
অন্যদিকে আর না,
ঐক্য করে সবাই মিলেই
বাড়াও অধিক সম্ভাবনা।
রেশারেষি আর করো না
গাও ঐক্যের গান,
সবাই থাকি সবার প্রাণে
নয়তো অভিমান।
খবর: (হুমকিতে খাদ্য নিরাপত্তা)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।