নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও বর্তমান মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। তিনি কেন নৌকা পেলেন না সেই প্রশ্ন মানুষের মুখে মুখে। উত্তরের অনুসন্ধানে জানা গেছে, নৌকা না পাওয়ার পেছনে অনেকেরই ধারণা পৌর আওয়ামী লীগ থেকে তাঁর নাম প্রস্তাব না করা। তবে, একাধিক দলীয়সূত্রে জানা গেছে, গত নির্বাচনে যে সকল প্রার্থী বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাঁরা গতবারের নির্বাচনে বিজয়ী বা পরাজিত যেটিই হয়েছেন না কেন, দল থেকে এবার তাঁদের মনোনয়ন দেওয়া হয়নি। গত নির্বাচনে ওবায়দুর রহমান চৌধুরী জিপু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন, বিধায় তিনি দলীয় মনোনয়ন তথা নৌকা প্রতীক পাননি।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।