নৃশংসতার বলি

– এম এ মামুন
আইন আছে বিচার নাই
বলছি নাকো মিথ্যা,
দিনে দিনে এ কারণেই
বাড়ছে দেশে হত্যা।

প্রদ্বীপ করে টাকার লোভে
কেউবা নারীর কারণ,
বোঝা গেল সাংবাদিক হত্যা
এটাও নারীর দরুণ।

তবুও বলি বিচার শালিস
সঠিক সময় হলি,
হবে নাকো এমন কেহই
নৃশংসতার বলি।

খবর: (ধামরায়ে প্রকাশ্যে সাংবাদিককে গলাকেটে হত্যা)