প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
‘এসো বন্ধু খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এই স্লোগানে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ খেলার আয়োজন করা হয়।
খেলায় অংশগ্রহণ করে নিশ্চিন্তপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম নিশ্চিন্তপুর সবুজ সংঘ একাদশ। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ খেলায় নির্ধারিত সময়ে হাড্ডা-হাড্ডি লড়াইয়ে মধ্যে গোল শূন্যভাবে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধ শুরুর প্রথম থেকেই দুটি দল একের পর এক আক্রমন-পাল্টা আক্রমনে খেলাটি টানটান উত্তেজনায় রূপ নেয়। খেলার শেষ সময়ে এসে ৫৫ মিনিটের মাথায় নিশ্চিন্তপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে একমাত্র জয় সূচক গোলটি করেন ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজন। খেলায় নিশ্চিন্তপুর সবুজ সংঘ ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে নিশ্চিন্তপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের দলপতি ছিলেন আনোয়ার হোসেন ও পরাজিত দলের দলপতি ছিলেন হাফিজুর রহমান।
খেলাটি পরিচালনা করেন, রেফারী আব্দুস সালাম, সহকারী রেফারী কুরমান হোসেন ও বাপ্পী। চ্যাম্পিয়ন দলের টিম ম্যানেজার ছিলেন সাহাজুল হোসেন ও পরাজিত দলের টিম ম্যানেজমেন্ট জসীম মালিতা।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ ট্রপি পৃথক-পৃথক ভাবে তুলে দেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা। বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোহাঃ আব্দুল লতিফ অমল, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাধারণ সাধারণ শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন প্রমূখ।