জীবননগর খয়েরহুদা সড়ক উন্নয়নকাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
ঠিকাদার প্রতিষ্ঠান বাপ্পি এন্টারপ্রাইজের ইচ্ছামাফিক কাজ একত্রিত হয়ে বন্ধ করে দিল গ্রামবাসী
জীবননগর অফিস:
জীবননগর উপজেলার খয়েরহুদা সড়ক উন্নয়নকাজে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ৩৩ লাখ ৭৮ হাজার ২০৭ টাকা ব্যয়ে উপজেলার কেডিকে ইউনিয়নের অন্তর্ভুক্ত পেয়ারাতলা থেকে খয়েরহুদা হাট সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। কাজের শুরু থেকেই নিম্নমানের ইট, আর বালির পরিবর্তে মাটি ব্যবহার করাসহ নানা ধরণের অনিয়মের অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার ঠিকাদার প্রতিষ্ঠান বাপ্পি এন্টারপ্রাইজের বিরুদ্ধে। শিডিউল অনুযায়ী রাস্তার কাজ করতে গ্রামবাসী একাধিকবার বললেও ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তারা কোনো কর্ণপাত না করে রাস্তার কাজ তাদের ইচ্ছামাফিক চালিয়ে যাচ্ছেন। অবশেষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খয়েরহুদা গ্রামবাসী একত্রিত হয়ে রাস্তার কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, ‘আমাদের এই রাস্তাটি দীর্ঘদিনের চাওয়া ছিল, সেটি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর পূরণ করে দিয়েছে। কিন্তু রাস্তার কাজে প্রথম দিন থেকেই চরম অনিয়ম করা হচ্ছে। রাস্তায় মাটিভর্তি বালি, নিম্নমানের ইট, যে পরিমাণ পানি দেওয়ার কথা, তা দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, রাস্তাটি অনেক আগেই উদ্বোধন হয়েছে, কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান একদিন বালি, একদিন ইট নিয়ে রাস্তা খুড়ে ফেলে রাখছে। এতে করে রাস্তা দিয়ে যাতায়াত করতে আমাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। এখন ধান কাটার মৌসুম, এই রাস্তা দিয়ে ধান আনা-নেওয়া করা হয়, তাই আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। রাস্তার কাজে অনিয়ম হচ্ছে, আমরা এর প্রতিবাদ করায় ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন বলছে যেভাবে হচ্ছে, এভাবেই হবে, তা নাহলে রাস্তা এভাবে পড়ে থাকবে। রাস্তা যদি এভাবে পড়ে থাকে, তাহলে কৃষকদের অনেক দুর্ভোগের শিকার হতে হবে।’
কেডিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল কালাম আজাদ ঝণ্টু বলেন, ‘পেয়ারাতলা থেকে খয়েরহুদা হাট সড়কের কাজে চরম অনিয়ম করা হচ্ছে, আমি ঠিকাদার প্রতিষ্ঠানের যারা আছেন, তাদেরকে একাধিকবার বলেছি। তারা বলে আগামী দিন ঠিক করে দেব, এই বলে তারা দিন শেষ করছে। তারা তাদের ইচ্ছামতো রাস্তার কাজ করে যাচ্ছে।’
ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বরত ইকরামুল হক বলেন, ‘আমরা শিডিউল অনুযায়ী কাজ করে যাচ্ছি, মাঝে কিছু বালির সমস্যা ছিল, সেই বালি বাদ দিয়ে অন্য বালি দিয়েছি। তাছাড়া ইট ভালো দিচ্ছি, গ্রামবাসী যে অভিযোগ করছে, এটা সঠিক না।’
জীবননগর উপজেলার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘পেয়ারতলা থেকে খয়েরহুদা সড়ক উন্নয়নকাজে যে অনিয়ম করা হচ্ছে, এ বিষয়টা আমার জানা নেই বা এখনও পর্যন্ত আমরা অনিয়মের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
