না কাটিবেন ছল

– এম এ মামুন
শোনেন শোনেন দারোগা সাব
দিন-দুপুরের বেলা,
সাহস হলো এমন কাদের
করল খুনের খেলা।

করল যারা মার্ডার তারা
ঢের সাহসী দল,
খঁনের পিছে কেউ তো আছে
নাড়ছে তারা কল।

কিন্তু ওসি সাব চারদিকে রব
খুঁজুন খুনের তল,
হত্যাকারীর করতে বিচার
না কাটিবেন ছল।

খবর: (গাংনীতে দিনে-দুপুরে মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা)