বিনোদন ডেস্ক: দেখতে দেখতে বছর প্রায় শেষ হয়ে এসেছে। বিভিন্ন অঙ্গনে চলছে সফলতা-ব্যর্থতার হিসাব। এই হিসেবে পিছিয়ে নেই বলিউডও। এবার নায়কদের মধ্যে যে সালমান ‘সুলতান’ ও আমির খান ‘দঙ্গল’ নিয়ে এগিয়ে ছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না। তবে নায়িকাদের মধ্যে কে এগিয়ে ছিলেন? সম্প্রতি বলিউডভিত্তিক বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই জরিপ চালিয়েছেন। দেখা গেছে ‘নিরজা’ ছবি দিয়ে সোনম কাপুর, ‘সর্বজিত’ দিয়ে ঐশ্বর্য রাই, ‘ডিয়ার জিন্দেগী’ ও ‘উড়তা পাঞ্জাব’ দিয়ে আলিয়া ভাট বেশ আলোচনায় ছিলেন। অন্যদিকে প্রিয়াংকা চোপড়া এবং দীপিকা পাড়–কোন এবার বলিউডে ছিলেন না। বছরজুড়ে তারা ব্যস্ত ছিলেন হলিউড ছবির কাজ নিয়ে। তবে সফলতা ও জনপ্রিয়তার বিচারে এবার সবাইকে মাত দিয়েছেন আনুশকা শর্মা। কারণ এ বছরের সবচাইতে সফল ছবি ‘সুলতান’-এর নায়িকা তিনি। অন্যদিকে আরেক ব্যবসা সফল ছবি ‘অ্যায় দিল হে মুশকিল’ এ অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিভিন্ন জরিপও তাই বলছে। চলতি বছর নায়িকাদের দৌড়ে আনুশকাই এগিয়ে রয়েছেন। এ বিষয়ে আনুশকা বলেন, আসলে এসব চিন্তা করে কখনও ছবিতে অভিনয় করি না। তবে স্বীকৃতিটা পেলে বেশ ভালো লাগে। আমার ভালো কাজের এ ধারাবাহিকতাটা যেন নতুন বছরেও অব্যাহত রাখতে পারি সেটাই চাই।