ইপেপার । আজ বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

নাশকতার দুটি মামলায় জেলা বিএনপি’র আহবায়ক অহিদুল ইসলাম বিশ্বাসের অন্তবর্তীকালীন জামিন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
  • / ৩২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার হওয়া চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহবায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে চুয়াডাঙ্গা সদর থানা ও জীবননগর থানার নাশকতার দুই মামলায় একমাসের জন্য অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহা. রবিউল ইসলাম। গতকাল সোমবার বেলা ১২টায় জনাকীর্ন আদালতে অহিদুল ইসলাম বিশ্বাসের পক্ষে তার বিজ্ঞ কৌশলী এস এম শাহাজাহান মুকুল ও আসলাম উদ্দীন জামিন শুনানী করলে জেলা ও দায়রা জজ তার জামিন মঞ্জুর করেন। এসময় জামিন শুনানীতে রাষ্ট্রপক্ষের কেীশলী ছিলেন বিজ্ঞ পিপি সামসুজ্জোহা। জামিনের আদেশের পর বিকালে তার জামিনের কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছালে কারাকর্তৃপক্ষ সন্ধ্যা ৬টার দিকে তাকে কারামুক্ত করেন। এসময় কারাফটকে উপস্থিত দলীয় নেতাকর্মিরা অহিদুল ইসলাম বিশ্বাসকে স্বাগত জানায়।
জানা গেছে, ২০১৭ সালের ১০জুন রাত দেড়টাই জীবননগর থানার বৈদ্যনাথপুর গ্রামের মৃত ইউসুফের ছেলে ইসরাইলের বাড়িতে রাষ্ট্রবিরোধী কার্মকান্ড ও নাশকতার জন্য গোপন বৈঠক করছিল। ওই একই রাত ২টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা সদর থানার সরিষাডাঙ্গা গ্রামের শাহ আলম ও রেজাউলের বাড়িতে বসে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অপরাধে উভয় মামলায় ১১জন আটক হয়। আটককৃত দুটি মামলার ১১ আসামীই হাইকোর্টের জামিনে আছে। তবে উক্ত দুটি ঘটনায় পুলিশের এজাহারে পলাতক আসামীর সংখ্যা দেখানো হয়েছে ৮৫ জন।
পুলিশ সুত্র জানায়, উল্লেখিত দুটি ঘটনায় পলাতক ৮৫ জন আসামীদের মধ্যে অন্যতম অহিদুল ইসলাম বিশ্বাস। গত ২০ আগষ্ট বিকালে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এক ঝটিকা অভিযান চালিয়ে শহরের ফিরোজ রোডের নিজ বাড়ি থেকে জেলা বিএনপি’র আহবায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে আটক করে কারাগারে পাঠায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নাশকতার দুটি মামলায় জেলা বিএনপি’র আহবায়ক অহিদুল ইসলাম বিশ্বাসের অন্তবর্তীকালীন জামিন

আপলোড টাইম : ১১:১৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক: বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার হওয়া চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহবায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে চুয়াডাঙ্গা সদর থানা ও জীবননগর থানার নাশকতার দুই মামলায় একমাসের জন্য অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহা. রবিউল ইসলাম। গতকাল সোমবার বেলা ১২টায় জনাকীর্ন আদালতে অহিদুল ইসলাম বিশ্বাসের পক্ষে তার বিজ্ঞ কৌশলী এস এম শাহাজাহান মুকুল ও আসলাম উদ্দীন জামিন শুনানী করলে জেলা ও দায়রা জজ তার জামিন মঞ্জুর করেন। এসময় জামিন শুনানীতে রাষ্ট্রপক্ষের কেীশলী ছিলেন বিজ্ঞ পিপি সামসুজ্জোহা। জামিনের আদেশের পর বিকালে তার জামিনের কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছালে কারাকর্তৃপক্ষ সন্ধ্যা ৬টার দিকে তাকে কারামুক্ত করেন। এসময় কারাফটকে উপস্থিত দলীয় নেতাকর্মিরা অহিদুল ইসলাম বিশ্বাসকে স্বাগত জানায়।
জানা গেছে, ২০১৭ সালের ১০জুন রাত দেড়টাই জীবননগর থানার বৈদ্যনাথপুর গ্রামের মৃত ইউসুফের ছেলে ইসরাইলের বাড়িতে রাষ্ট্রবিরোধী কার্মকান্ড ও নাশকতার জন্য গোপন বৈঠক করছিল। ওই একই রাত ২টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা সদর থানার সরিষাডাঙ্গা গ্রামের শাহ আলম ও রেজাউলের বাড়িতে বসে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অপরাধে উভয় মামলায় ১১জন আটক হয়। আটককৃত দুটি মামলার ১১ আসামীই হাইকোর্টের জামিনে আছে। তবে উক্ত দুটি ঘটনায় পুলিশের এজাহারে পলাতক আসামীর সংখ্যা দেখানো হয়েছে ৮৫ জন।
পুলিশ সুত্র জানায়, উল্লেখিত দুটি ঘটনায় পলাতক ৮৫ জন আসামীদের মধ্যে অন্যতম অহিদুল ইসলাম বিশ্বাস। গত ২০ আগষ্ট বিকালে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এক ঝটিকা অভিযান চালিয়ে শহরের ফিরোজ রোডের নিজ বাড়ি থেকে জেলা বিএনপি’র আহবায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে আটক করে কারাগারে পাঠায়।