চুয়াডাঙ্গা মঙ্গলবার , ৮ মার্চ ২০২২

নামাজে থাকাবস্থায় শিক্ষিকার মৃত্যু

নিউজ রুমঃ
মার্চ ৮, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সেনবাগে নামাজরত অবস্থায় ইসমত আরা কাকলী (৪৫) নামে এক শিক্ষিকা মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে পৌরসভার ৩নং ওয়ার্ডের অর্জুনতলায় ইমদাদুল হক মিয়ার বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

ইসমত আরা কাকলী সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং পৌরসভার ৩নং ওয়ার্ডের ইমদাদুল হক মিয়া বাড়ির মেসবাউল হক চৌধুরী টফির স্ত্রী।

সেনবাগ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আক্তার জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইসমত আরা কাকলী যোহরের নামাজে থাকাবস্থায় স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। তিনি অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।