নোয়াখালীর সেনবাগে নামাজরত অবস্থায় ইসমত আরা কাকলী (৪৫) নামে এক শিক্ষিকা মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে পৌরসভার ৩নং ওয়ার্ডের অর্জুনতলায় ইমদাদুল হক মিয়ার বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
ইসমত আরা কাকলী সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং পৌরসভার ৩নং ওয়ার্ডের ইমদাদুল হক মিয়া বাড়ির মেসবাউল হক চৌধুরী টফির স্ত্রী।
সেনবাগ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আক্তার জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ইসমত আরা কাকলী যোহরের নামাজে থাকাবস্থায় স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। তিনি অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।