প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন যদুপুরে নানার বাড়ি বেড়াতে এসে টিউবওয়েল পাড়ের গর্তে ডুবে আছিয়া খাতুন (২) নামের এক শিশুর মৃত্য হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে দর্শনার যদুপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা গর্তের ভেতর শিশুটিকে ডুবে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু আছিয়া খাতুন কুমিল্লার চাঁদপুরের মামুন হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন পূর্বে মায়ের সঙ্গে চাঁদপুর থেকে চুয়াডাঙ্গার দর্শনায় নানার বাড়িতে বেড়াতে আসে শিশু আছিয়া। গতকাল বেলা ১১টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় পরিবারের সদস্যদের অগোচরে টিউবওয়েল পাড়ের গর্তে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করলে গর্তের মধ্যে তাকে ডুবে থাকতে দেখে। এসময় দ্রুত শিশুটিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
