মেধাবী ছাত্রদের পেয়ে আমি সত্যিই আনন্দিত: চুয়াডাঙ্গার কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা
সমীকরণ প্রতিবেদন:
পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের আমন্ত্রণে চুয়াডাঙ্গায় বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিডিএসএ) আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিডিএসএ-এর আয়োজনে ও ঝালকাঠির রাজাপুরের মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের সহযোগিতায় ‘স্মৃতির টানে প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে’ স্লোগানে চুয়াডাঙ্গায় আনন্দ ভ্রমণসহ নানা কর্মসূচি পালন করা হয়। বিডিএসএ-এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার তত্ত্বাবধানে তারা চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের বাংলোতে আসেন। সেখানে পুলিশ সুপারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক, এফবিসিসিআইয়ের পরিচালক ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাবু দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আমি বরিশালের মেধাবী সন্তানদের চুয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখানে উপস্থিত ঢাকা, কুমিল্লা ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বলতে চাই, আপনারা যদি চান আমি বরিশাল বিভাগের প্রতিবন্ধী অসহায় মানুষের জন্য হুইলচেয়ার বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজ করতে চাই।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিলীপ কুমার বলেন, ‘তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সবার আগে তোমাদের এগিয়ে আসতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন এ দেশ স্বাধীন করে দিয়ে গেছেন, ঠিক তেমনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশ দিয়েছেন। এবার তার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ভাই আজ যেমন তার মেধা ও পরিশ্রম দিয়ে বরিশাল বিভাগের কৃতী সন্তান হয়েছেন। তোমরাও তার মতো যোগ্যতার স্বাক্ষর রেখে তার থেকেও উচ্চপর্যায়ে যাবে বলে আমি বিশ্বাস করি। বরিশাল বিভাগের সব মেধাবী শিক্ষার্থীরা আমাদের চুয়াডাঙ্গাতে এসেছে, এতে আমি ভীষণ আনন্দিত। ভবিষ্যতেও সবাইকে চুয়াডাঙ্গায় হাতে বেশি করে সময় নিয়ে আসার নিমন্ত্রণ এই অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে রাখলাম।’
দিলীপ কুমার আগরওয়ালা আরও বলেন, ‘সদিচ্ছা সবসময় ভালো কিছু দেয়। যেমন এসপি সাহেব তার দাদার নামে পাঠাগার করেছেন। আমি আমার মায়ের নামে প্রতিষ্ঠিত তারা দেবী ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি। তাই আসুন সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।’
সভায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে আগত শিক্ষার্থীরা বলেন, ‘চুয়াডাঙ্গার মানুষের আতিথেয়তায় সত্যিই খুব খুশি হয়েছি। দিলীপ কুমার আগরওয়ালার মতো এতো বড় মাপের মানুষ আমাদের সময় দিলেন এতে আমরা সত্যিই কৃতজ্ঞ। আমাদের বরিশালের কৃতী সন্তান চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের প্রতি বরিশাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কৃতজ্ঞতা প্রকাশ করছে।’
পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বরিশাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা মুজিবনগর ভ্রমণ শেষে চুয়াডাঙ্গায় আমাকে সময় দিয়েছে এতে আমি অত্যন্ত খুশি হয়েছি। এছাড়া চুয়াডাঙ্গার কৃতী সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা দাদা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সব ব্যস্ততা রেখে এই প্রোগ্রামে সময় দিয়েছেন, এতে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল, বিডিএসএ-এর নেতারা ও বিডিএসএ’র কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান তানিম, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলুসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বরিশাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়া পুনাকের উদ্যোগে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের সহধর্মিণী, অতিরিক্ত পুলিশ সুপারের সহধর্মিণী ও চুয়াডাঙ্গা সদর থানার ওসির সহধর্মিণীকে বিশেষ স্মারক তুলে দেন দিলীপ কুমার আগরওয়ালাসহ উপস্থিত অতিথিরা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে দর্শক মাতান এসপি আব্দুল্লাহ আল মামুন। শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বরিশাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আনন্দ ভ্রমণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচিতে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের পক্ষ থেকে নানা ধরনের উপহার সামগ্রী বিতরণ করা হয়।