নানা অনিয়মের অভিযোগে জীবননগর ও কার্পাসডাঙ্গায় অভিযান

৬ ব্যবসায়ীকে প্রায় ১০ হাজার টাকা জরিমানা

সমীকরণ প্রতিবেদন:

নানা অনিয়মের অভিযোগে জীবননগর ও দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ ব্যবসায়ীকে প্রায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।

জীবননগর অফিস:

জীবননগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জীবননগর থানা-পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জীবননগর বাজারের কয়েকজন ব্যবসায়ী রমজান মাসে নিম্নমানের মুড়ি ও মেয়াদবিহীন গাছড়া ওষুধ বিক্রয় করছেন, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নুর ভ্যারাইটি স্টোরের মালিক হুসাইনকে ৫ হাজার টাকা, তাজুল স্টোরের মালিক নাজমুল হককে ১ হাজার টাকা এবং ইনসাফ ট্রেডার্সের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বলেন, পবিত্র মাহে রমজান মাসে কোনো ব্যবসায়ী যাতে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করতে না পারেন, সে জন্য প্রশাসন সার্বক্ষণিক বাজার মনিটরিং করছে। ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে। তারপরও যদি কেউ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর মো. আনিছুর রহমান।

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে ১ হাজার ৪ শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) রোকসানা মিতা এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দোকানে মূল্যতালিকা না টাঙানোর অপরাধে সৈনিক স্টোরের মালিক আ. কাদের উকিলকে ভোক্তা সংরক্ষণ আইনের ৩৮ ধারায় ১ হাজার টাকা, অপরিচ্ছন্ন জায়গায় মুরগী বিক্রির অপরাধে ৫৩ ধারায় জাহাঙ্গীর আলমকে ২ শ টাকা এবং একই ধারায় মিষ্টি বিক্রেতা আ. ছালামকে ২  শ টাকা জরিমানা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্পাসডাঙ্গা বাজারে ঘুরে ব্যবসায়ীদের মূল্যতালিকা ছাড়া কোনো মালামাল বিক্রি ও রশিদ ছাড়া কোনো মালামাল কেনা যাবে না বলে সতর্ক করেন।

এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর রাসেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি প্রমুখ। অভিযানে সহযোগিতা করে দামুড়হুদা মডেল থানা-পুলিশের একটি দল।